রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকা থেকে একটি বিদেশি রিভলবারসহ মো. হেজবুল আলম রাজু নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
রোববার রাতে র্যাব-২ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
র্যাব জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে নবোদয় হাউজিং এলাকার এম.নিব ফার্মার সামনে ফুটপাত এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং পরে অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু প্রথমে মাদক সংক্রান্ত বিষয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে তার হেফাজত থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।
র্যাব জানায়, রাজু দীর্ঘদিন ধরে রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অস্ত্র, মাদকসহ নানা অপরাধে জড়িত ছিল। এছাড়া গ্রেফতারকৃত রাজু মোহাম্মদপুর থানার ২৯ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদকও।
র্যাব-২ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধী ও স্বার্থান্বেষী মহলের যেকোনো অপতৎপরতা রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/ আরআই