রাজধানীর মোহাম্মদপুরে র্যাব-২ এর সিপিএসসি দলের বিশেষ অভিযানে পেট্রোল বোমাসহ একজন নাশকতাকারীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বছিলা গার্ডেন সিটি ব্লক–জি, ২ নম্বর রোডের আরব মিশন পাবলিক স্কুল সংলগ্ন তুরাগ নদীর সীমানা পিলার নং ৬০ -এর গোড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. ফেরদৌস ওরফে ভাতিজা বারেক। তার নাম ওমর আলী। গ্রামের বাড়ি ভোলা জেলার দুলারহাট এলাকায় হলেও বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুরের নবীনগর ঢাকা উদ্যান এলাকায় বসবাস করে বলে জানান র্যাব।
র্যাব জানায়, অভিযানের সময় তার হেফাজত থেকে ৬টি পেট্রোল বোমা, ১টি সামুরাই, ১টি গ্যাস লাইটার ও ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গোপন সোর্সের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ডাকা ১৬ ও ১৭ নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে গ্রেফতারকৃত ফেরদৌস ও তার সহযোগীরা মোহাম্মদপুরের তিনরাস্তাবাজার, রায়েরবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনা করছিল। এ লক্ষ্যে তারা এ এলাকায় সমবেত হওয়ার চেষ্টা চালায়।
র্যাব আরো জানান, পিসিপিআর মাধ্যমে যাচাই করে জানা যায়, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।
কেকে/এজে