রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় ঈদগাহের সামনে থেকে ড্রামভর্তি এক পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঈদগাহ ময়দানের সামনের সড়কে পরিত্যক্ত অবস্থায় একটি নীল রঙের ড্রাম দেখতে পান টহলরত পুলিশ সদস্যরা। প্রথমে সেটিকে সাধারণ একটি ড্রাম মনে হলেও সন্দেহ হলে তারা সেটি খুলে ভিতরে ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হন—ভেতরে পাওয়া যায় এক পুরুষের মাথাসহ খণ্ডিত মরদেহের কয়েকটি অংশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর সাংবাদিকদের বলেন, “আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। ড্রাম থেকে একজন পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে, বিশ্লেষণ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।”
পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে মরদেহটি এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় সেখানে উপস্থিত হয়েছে সিআইডির তদন্ত টিম। ইতোমধ্যে এই হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।
কেকে/এজে