সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      
অর্থনীতি
ওষুধ শিল্পে নতুন দিগন্ত
নোভার্টিস বাংলাদেশের শেয়ার অধিগ্রহণ করল রেডিয়েন্ট ফার্মা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৮:২১ পিএম

বহুজাতিক ওষুধ কোম্পানি নোভার্টিস বাংলাদেশ লিমিটেডে নোভার্টিস সুইজারল্যান্ডের সকল শেয়ার রেডিয়েন্ট ফার্মাসিউিটিক্যালস লিমিটেডের নিকট হস্তান্তরের ঘোষণা দিয়েছে। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নোভার্টিস সুইজারল্যান্ড ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের মধ্যে শেয়ার হস্তান্তর চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে স্থানীয় ওষুধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বাকী ৪০ শতাংশ শেয়ার যথারীতি বাংলাদেশ সরকারের হাতেই থাকবে। সরকারের পক্ষে প্রতিষ্ঠানটিতে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান নোভার্টিস এজি তাদের ব্যবসার বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে বাংলাদেশ চ্যাপ্টারের ব্যবসা স্থানীয় প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। সে পরিপ্রেক্ষিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

নোভার্টিসের এশিয়া অঞ্চলের প্রধান কেভিন জো ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লে. জে. সিনা ইবনে জামালী (অব.) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদীসহ রেডিয়েন্টের পক্ষে আরও উপস্থিত ছিলেন- রেডিয়েন্ট বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু শাহরিয়ার জাহেদী, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ সদস্য ও ফার্মাসিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুসাওয়াত শামস জাহেদী, রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. একিউএম মহিউদ্দিন ও উপব্যবস্থাপনা পরিচালক তাসফিয়া জাহেদী। অন্যদিকে, নোভার্টিস সুইজারল্যান্ডের পক্ষে উপস্থিত ছিলেন- সায়মন ইয়াং, এরিক ক্যারিও ও ড্যানিয়েল চে। এছাড়াও এ সময় বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের পরিচালক (অর্থ) ও যুগ্ম-সচিব মো আব্দুর রাজ্জাকসহ রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির বিষয়ে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের ওষুধ খাতে এক নতুন দিগন্তের সূচনা হলো। যাত্রার শুরু থেকেই রেডিয়েন্ট গুণগত মানসম্পন্ন ওষুধ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে চলেছে। এ চুক্তি রেডিয়েন্টের সেই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।’

এ বিষয়ে  নোভার্টিসের এশিয়া অঞ্চলের প্রধান কেভিন জো বলেন, ‘আমাদের ব্যবসার বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে আমরা বাংলাদেশ চ্যাপ্টারের শেয়ার স্থানীয় কোন স্বনামধন্য ওষুধ কোম্পানির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছি। এই রূপান্তর প্রক্রিয়া উভয় পক্ষের জন্য মঙ্গলজনক হবে বলে আমাদের বিশ্বাস। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আমাদের নতুন নতুন উদ্ভাবনী ওষুধের প্রাপ্যতা আরও সহজতর হবে। রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসকে আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখবো।’

এ বিষয়ে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক লে. জে. সিনা ইবনে জামালী (অব.) বলেন, ‘নতুন ব্যবস্থাধীনে বাংলাদেশে নোভার্টিসের চলমান সব ধরনের পণ্যের সরবরাহ অব্যাহত থাকবে এবং আরও জোরদার হবে। যে উদ্দেশ্যে নোভার্টিস বাংলাদেশ রেডিয়েন্টর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, তা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে ব্যাপক অগ্রগতি সাধিত হবে বলে আমাদের বিশ্বাস।’

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ২০০৫ সালে কার্যক্রম শুরু করে। এরপর ২০১১ সালে তারা ফার্মাসিল লিমিটেড নামে একটি বাংলাদেশী কোম্পানি এবং ২০২০ সালে জুলফার বাংলাদেশ লিমিটেড নামে আরব আমিরাতের একটি কোম্পানি অধিগ্রহণ করে। রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস শুরু থেকেই ওষুধের মান নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় রেডিয়েন্ট বাংলাদেশের ওষুধ শিল্পে অন্যতম নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে রেডিয়েন্ট দেশের বাজারে প্রায় দেড় শতাধিক ওষুধ বাজারজাত করে।

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভাইরাল গরুচোর সবুজসহ গ্রেফতার ৫
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ
যখন জনগণ জানে না, তখন গণভোট অর্থহীন
২০ জিম্মিকে আজ মুক্তি দেবে হামাস
অবৈধ্য অস্ত্রের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি তৎপরতা চাই

সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close