হবিগঞ্জ-১ আসন : সুজাতেই বিএনপির ভরসা নাকি নতুন মুখ?
এমএ মুহিত, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৯:৫০ পিএম

ছবি: প্রতিনিধি
হবিগঞ্জ-১ আসনের নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় শুরু হয়েছে নতুন আলোচনা। এ আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন? শেখ সুজাতেই বিএনপির ভরসা নাকি নতুন কোন মুখ পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
ত্যাগিদের মধ্য থেকে কেউ, নাকি সদ্য যোগ দেওয়া রেজা কিবরিয়া? এই আসনে বিএনপির প্রায় আধা ডজন ত্যাগী নেতা মনোনয়ন প্রত্যাশী। সারা দেশে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও স্থগিত রাখা হয় হবিগঞ্জ-১ আসন। আর এতেই এই আসন নিয়ে শুরু হয় নানা জল্পনা।
জল্পনা আর আলোচনা আরও জোরালো হয় যখন রেজা কিবরিয়া বিএনপির প্রাথমিক সদস্য ফরম পূরণ করে ঘোষণা দেন- তিনি নির্বাচন করবেন ধানের শীষ নিয়ে। বিগত কয়েক দিন বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জানান দিচ্ছেন নিজের অবস্থান। অপরদিকে রেজা কিবরিয়ার মাঠ পর্যায়ে নেই কোন কার্যক্রম তবুও রয়েছেন তিনি আলোচনায়।
কেন্দ্র থেকে স্পষ্ট কোন বার্তা না থাকায় এই আসনের মনোনয়ন নিয়ে ধোঁয়াশা কাটছে না। এখন দেখার বিষয়- কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন? এই আসনের দীর্ঘ দিনের বিএনপির কান্ডারি সাবেক এমপি শেখ সুজাতেই কি ভরসা রাখবে বিএনপি। নাকি দুঃসময়ে আমেরিকার শিকাগো শহরে জিয়াউর রহমান সড়কের প্রতিষ্ঠা করে আলোচনায় আসা শাহ মোজাম্মেল নান্টুতে ভরসা রাখবে বিএনপি। নাকি আওয়ামী লীগ সরকারের সময় ধানের শীষ নিয়ে বিজয়ী হয়ে আসা সাবেক পৌর মেয়র ছাবির মিয়া বাগিয়ে নিবেন কেন্দ্রের ভরসা।
তবে তাদের মনোনয়ন প্রাপ্তির অন্তরায় হতে পারেন রেজা কিবরিয়া। যদি কেন্দ্রের গ্রীন সিগন্যালে বিএনপিতে রেজা কিবরিয়া যোগ দিয়ে থাকেন, তবে স্বপ্নভঙ্গ হতে পারে দলের ত্যাগী মনোনয়ন প্রত্যাশীদের।
এ নিয়ে নেতা-কর্মী ও ভোটারদের মধ্যে দেখা দিয়েছে জল্পনা-কল্পনা।
কেকে/এমএ