বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের কাছে এক উৎসবের নাম। প্রতি বছরের মতো এবারও নভেম্বরের শুরু থেকেই ফ্যান ক্লাবগুলো নানা আয়োজনে মুখর। ২০২৫ সালের জন্মদিনেও অনুরাগীদের নিরাশ করলেন না শাহরুখ।
শাহরুখ খানের জন্মদিন বলে কথা। অনুরাগীদের কাছে এ যেন এক জাতীয় উৎসব। শাহরুখ খানও বিষয়টা নিয়ে বেশ উৎসাহী থাকেন। বিশেষ পার্টিরও আয়োজন করেন। কখনও কখনও আবার অনুরাগীদের জন্যে থাকে বিশেষ উপহার।
রোববার (২ অক্টোবর) পরিচালক সিদ্ধার্থ আনন্দ নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করলেন বহু প্রতিক্ষীত ছবি ‘কিং’-এর ভয়ানক রোমাঞ্চকর টিজার। মুহূর্তে যা আগুনের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
‘কিং’-এর প্রথম ঝলকেই মন কাড়ল সবার। যেখানে দেখা গেল এক অন্ধকার জগতের, নির্মম ও হিংসাত্মক চরিত্রে শাহরুখকে। সিলভার চুল, রক্তাক্ত মুখ, আর চোখে মুখে হিংসা—পুরো আবহই ইঙ্গিত দিচ্ছে এই এক থ্রিলার অ্যাকশন ইউনিভার্সের ছবি। হাতে ‘কিং অফ হার্টস’ কার্ড ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে তাক লাগালেন শাহরুখ বলেন— “কতগুলো খুন করেছি জানি না… হাজার অপরাধ, ১০০ দেশে বদনাম…”
শাহরুখকে এ লুকে আগে কখনও দেখা যায়নি। তবে, ছবির টিজার বুঝিয়ে দিয়েছে— এই ছবি তার কেরিয়ারে আরও এক মাইলস্টোন হতে চলেছে।
‘কিং’-এ কারা আছেন?‘কিং’-এ শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান, আরও আছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অর্জাদ ওয়ারসি ও অনিল কাপুর। প্রযোজনায় রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। মুক্তির সম্ভাব্য সময়- ২০২৬।
৬০-এ পা :
২ নভেম্বর বলিউড তারকাদের জন্য এক ঝলমলে দিন। কারণ, এ দিনেই বলিউড বাদশা পৃথিবীর আলো দেখেন। ১৯৬৫ সালের এ দিনেই দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন শাহরুখ খান। আজকের দিনে তিনি ৬০-এ পা দিয়েছেন।
জীবন গড়ার তাগিদে দিল্লি থেকে এসেছিলেন মুম্বাইয়ে—ব্যাগে ছিল সামান্য কাপড়, দুচোখ ভরা স্বপ্ন আর মায়ের একটি ছবি। কে জানত সেই তরুণ একদিন হয়ে উঠবেন বলিউডের সবচেয়ে বড় তারকাদের একজন। শাহরুখ আজ শুধু চলচ্চিত্র ব্যক্তিত্ব নন, তিনি কারও প্রেমিক, কারও প্রেরণা, কারও গুরু, আবার কারও প্রিয় অভিনেতা।
এ বছর অভিনেতার জন্য বিশেষ কারণ তার সন্তানদের প্রতিভা বিকশিত এবং বাস্তবায়ন হতে দেখছেন তিনি। বড় ছেলে আরিয়ানের সিনেমা মুক্তি পেয়েছে।
এদিকে, চলচ্চিত্র শিল্পে তার উত্তরাধিকার এবং অবদানের সম্মানে ৩১ অক্টোবর থেকে শুরু হয়ে দুই সপ্তাহের এসআরকে চলচ্চিত্র উৎসব চলছে, যা নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে।
পিভিআর আইএনওএক্স ৩০’-এর বেশি ভারতীয় শহর এবং আন্তর্জাতিক মহলে ৭৫’-এর বেশি সিনেমা হলে দুই সপ্তাহের উৎসবের ঘোষণা করেছে, যেখানে বলিউড বাদশাকে সম্মান জানাতে তার আইকনিক ছবিগুলো প্রদর্শিত হবে।
শাহরুখ খান ২ নভেম্বর মুম্বাইয়ের বান্দ্রার বালগন্ধর্ব রঙমন্দিরে ভক্তদের সাথে দেখা করেন। তার ফ্যান ক্লাবগুলির মাধ্যমে বিতরণ করা পাসসহ ভক্তদের জন্য প্রবেশাধিকার থাকবে।
‘জওয়ান’-এর পর আবারও এক ধামাকা?২০২৩ সালে ‘জওয়ান’ দিয়ে বক্স অফিস কাঁপিয়েছিলেন শাহরুখ। ছবিটি তাকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার ‘কিং’ আরও বড় অ্যাকশন ইউনিভার্স গড়তে চলেছে বলে আশা অনুরাগীদের। ২০২৩ সালে জওয়ান ব্লকবাস্টার হওয়ার পর শাহরুখ পান জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এখন দেখার বলিউড কিং, কিং রূপে বলিউড বাদশা কতটা ঝড় তোলে।
কেকে/এমএ