জাতীয় নির্বাচন প্রলম্বিত হলে জনগণকে সাথে নিয়ে তা আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে আসাদুজ্জামান রিপন বলেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে কিংবা নির্ধারিত সময়ে নির্বাচন না হলে ভয়াবহ পরিস্থিতি দেখা দিতে পারে। এক্ষেত্রে আরেকটা ওয়ান-ইলেভেন হতে পারে।’
অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন দেবে এই আস্থা আছে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন প্রলম্বিত হলে জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন আদায় করবে বিএনপি।’
গণভোটে বিএনপির সমর্থন রয়েছে উল্লেখ করে নির্বাচনের দিন গণভোট আয়োজনে জোর দেন এই নেতা।
তিনি বলেন, ‘নির্বাচনের আগে গণভোট দিয়ে দেশের গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে একটি মহল।’
একটি মহল বলছে বিএনপি সংস্কার চায় না- এ প্রসঙ্গে আসাদুজ্জামান রিপন বলেন, ‘সংস্কারের উদ্যোক্তা বিএনপি। এছাড়া শেখ হাসিনাকে অবৈধ ও অনির্বাচিত ঘোষণা করে লড়াই-সংগ্রামে আমরাই ছিলাম রাজপথে।’
‘ঐকমত্য কমিশন বিএনপির আপত্তি জানানো বিষয়গুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত করে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করছে।’
কেকে/এমএ