চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিমের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নিযুক্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সাইদুর রহমানের বিরুদ্ধে নয়ছয়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত কর্মকর্তা রেজাউল করিমকে রক্ষায় তিনি সক্রিয় ভূমিকা রাখছেন।
চলতি বছরের ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত চট্টগ্রামে সরেজমিন তদন্তে যান যুগ্ম সচিব সাইদুর রহমান। তদন্তের অংশ হিসেবে বন বিভাগের চট্টগ্রাম অঞ্চলে কর্মরত ৭৭ জন কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে তিনি লিখিত ও মৌখিক বক্তব্য নেন। তবে পাঁচ মাস অতিক্রান্ত হলেও এখনো তিনি তদন্ত প্রতিবেদন জমা দেননি।
অনুসন্ধানে জানা গেছে, ৮ অক্টোবর (আজ) তিনি সরকারি সফরে কক্সবাজার অবস্থান করছেন। সফরসূচিতে ড. মোল্যা রেজাউল করিমের তদন্তের বিষয় না থাকলেও তিনি অতীতে সাক্ষ্য দেওয়া কর্মকর্তাদের পুনরায় ডেকে নিচ্ছেন। বিভাগীয় বন কর্মকর্তাদের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কক্সবাজারে তার সঙ্গে দেখা করতে বলা হয়েছে। বিধিবহির্ভূতভাবে এ ধরনের তলব করায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। অনেকেই এটিকে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত করার অপচেষ্টা হিসেবে দেখছেন।
এ বিষয়ে জানতে চাইলে যুগ্ম সচিব মো. সাইদুর রহমান খোলা কাগজকে বলেন, “ড. মোল্যা রেজাউল করিমের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।” তবে সফরসূচিতে না থাকা সত্ত্বেও কর্মকর্তাদের ডাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এই বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তাদের সঙ্গে কথা বলুন।”
কেকে/ আরআই