গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পরিকল্পিত নগরায়ণ শুধু কাঠামোগত উন্নয়ন নয়। আমরা যদি সাময়িকভাবে কোনো পরিকল্পনা করি সেটা খুব একটা কাজে দেবে না। সামগ্রিকভাবে পরিকল্পনা করে সে অনুযায়ী কাজ করতে হবে। তাহলেই নগরগুলোর সংকট মোকাবিলা করতে পারবো।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, পরিকল্পিত নগর গড়ে তুলতে আমাদের বেশ কয়েকটি দিকে বিশেষ নজর দিতে হবে। অপরিকল্পিতভাবে শহর বড় হচ্ছে সেটা পরিকল্পনা অনুযায়ী করতে হবে। আমাদের গণপরিবহন গ্রোথের টেকসই উন্নয়ন করতে কাজ করতে হবে, যেন যানজট কমে এবং নাগরিকদের যাতায়াত সহজ হয়। নদীখাল জলাশয় এগুলো আমাদের রক্ষা করতে হবে, এরফলে জলাবদ্ধতা নিরসন হবে। সকলের অন্তর্ভুক্তিমূলক নগরায়নে আমাদের কাজ করতে হবে। নাগরিক সেবায় প্রযুক্তি এবং ডিজিটালের ব্যবহার করতে হবে ব্যাপকভাবে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন— পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, গৃহায়ণ অধিদপ্তরের চেয়ারম্যান ফেরদৌসী বেগম, রিহ্যাব সভাপতি ওয়াহিদুজ্জামান প্রমুখ।
কেকে/ আরআই