সারাদেশের ৩৫ হাজার পূজামণ্ডপের মধ্যে ৪৯টি মণ্ডপে নাশকতার চেষ্টায় ১৯ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। দেশের বিরাজমান সৌহার্দপূর্ণ ধর্মীয় সংস্কৃতিতে বাঁধা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে র্যাব তৎপর রয়েছে বলেও জানান তিনি।
বুধবার (১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরির্দশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় র্যাব মহাপরিচালক সকল ধর্মের এই বাংলাদেশে আগামী দিনে কোন ধরনের বাঁধা-বিপত্তি ছাড়া ধর্মীয় উৎসবগুলো পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এর আগে তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন।
এ সময় র্যাব ১১ এর অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক এড সাখাওয়াত হোসেন খাঁন, বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর সাহাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই