টঙ্গীর অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নাঈম মারা গেছেন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৯ এএম আপডেট: ২৭.০৯.২০২৫ ১২:১৩ পিএম

সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গী বিসিক সাহারা মার্কেটে ফেমাস কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৭)মৃত্যুবরণ করেছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে গত ২২ সেপ্টেম্বর সোমবার বিকালে টঙ্গী বিসিক সাহারা মার্কেটে ফেমাস কেমিক্যাল গুদামে আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হন। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম।
নিহত জান্নাতুল নাঈম শেরপুর জেলার নকলা উপজেলার খন্দকার মোজাম্মেল হকের ছেলে। তিনি ২০১৬ সালের ২৪ আগস্ট বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন।
প্রসঙ্গত: ওই অগ্নিকাণ্ডে টঙ্গী ফায়ার সার্ভিসের ৫জন, ১জন দোকান কর্মচারী ও ১জন পথচারী দগ্ধ হন।
এর আগে এই দুর্ঘটনায় মঙ্গলবার ফায়ার ফাইটার শামীম, বুধবার ফায়ার ফাইটার নুরুল হুদা ও শুক্রবার দোকান কর্মচারী বাবু মৃত্যুবরণ করেন।
কেকে/এআর