মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারী অবস্থায় রয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর আকাশ ঘন মেঘাচ্ছন্ন ও টানা গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর থেকে জেলার বিভিন্ন স্থানে এর প্রভাব লক্ষ্য করা যায়।
বৈরি আবহাওয়ার কারনে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবিরা। বৃষ্টিপাত আমন ধানের জন্য উপকারী হলেও ক্ষতির শংকায় রয়েছে বর্ষাকালীন সবজি চাষীরা।
এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমান আরো বাড়তে পারে। এছাড়া আগামী ২ দিনে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি এবং তা ঘনীভূত হওয়ার আশংকা করছে আবহাওয়া অফিস।
কেকে/বি