বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ—এখানে হাজার বছর ধরে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
তিনি বলেন, “আমরা আগামীতেও এমন সম্প্রীতির বাংলাদেশ দেখতে চাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সব ধর্মের মানুষের জন্যই এই বাংলাদেশ। এ দেশ গড়ে উঠেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে।”
শনিবার (২০ সেপ্টেম্বর) কেরাণীগঞ্জ মডেল উপজেলা পূজা উদযাপন পরিষদ (ঢাকা-২ নির্বাচনী এলাকা) আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেরাণীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা দুর্গাপূজাসহ হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ধর্মীয় আয়োজনে পাশে থাকবে।”
সভায় জানানো হয়, ঢাকা-২ নির্বাচনী এলাকায় বর্তমানে ১৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে।
কেরাণীগঞ্জ মডেল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিপেন চন্দ্র বর্মণের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন—ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, মদন মোহন সরকার, অ্যাডভোকেট সুজন কুমার দাসসহ আরও অনেকে।
সভায় ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
কেকে/ আরআই