দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। বিগত ৫৪ বছর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যেভাবে দেশ পরিচালনা করেছে, তারা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। এখন মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পেতে চায়। মৌলিক অধিকার আদায়ের জন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে।’
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর মেরুল বাড্ডা ইউলুপ সংলগ্ন সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-১১ আসন আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সমাবেশে রেজাউল করীম আরও বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের সব খুন, গুম, ধর্ষণ, দুর্নীতি, লুটতরাজসহ সব অপকর্মের বিচারসহ তাদের সহযোগী ১৪ দলের বিচার করতে হবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার দ্রুত শেষ করতে হবে। অন্যথায় ইতিহাসে বর্তমান সরকারও মীরজাফরের তালিকায় স্থান করে নিবে।’
ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ।
বক্তব্য দেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি আব্দুল আজিজ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাম্মাদ বিন মোশাররফ,
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি আবু হানিফ।
শেখ ফজলে বারী মাসউদ বলেন, ‘আমি ঢাকা-১১ আসনকে চাঁদাবাজমুক্ত, নিরাপদ, পরিকল্পিত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এখানকার প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমি নিরলসভাবে কাজ করবো ইনশাআল্লাহ।’
সমাবেশ শেষে শেখ ফজলে বারী মাসউদের হাতে হাত পাখা প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন রেজাউল করীম।
কেকে/ এমএ