বীমার টাকা ফেরতের দাবিতে মানিকগঞ্জের শিবালয়ের তারাইল এলাকায় পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ঘেরাও করেছেন গ্রাহকরা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই শাখার অফিস আটকিয়ে ম্যানেজার মাসুদ পারভেজ ও ক্যাশিয়ার মজনুর রশিদকে চার ঘন্টা অবরুদ্ধ করে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা।
বিক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, এই শাখায় প্রায় চার শতাধিক ব্যক্তি বীমা ও ডিপিএস করে মেয়াদ পূর্ণ করেছেন, যার পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা। কিন্তু মেয়াদ শেষ হওয়ার ৫ বছর পরেও তারা এখনও টাকা ফেরত পাননি।
অফিস থেকে মানিকগঞ্জ ও ঢাকার কর্মকর্তাদের কথা বলাসহ নানা টালবাহানা করে সময়ক্ষেপণ করছেন বলে দাবি গ্রাহকদের। এতে ক্ষুব্ধ হয়ে আজ তারা সরাসরি অফিস ঘেরাও করেন এবং জবাবদিহিতা দাবি করেন।
গ্রাহকরা জানান, বারবার অফিসে যোগাযোগ করেও কোনো আশ্বাস বা সমাধান পাচ্ছেন না। এ অবস্থায় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, তাদের পাওনা অর্থ যেন দ্রুত ফেরত পান।
এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট অভিযোগ দিবেন বলেও জানান তারা।
কেকে/এমএ