বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির আলোকে আগামীর বাংলাদেশ হবে সবার। এ লক্ষ্যে সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছারসবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রাসেল খাঁন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বেচ্ছাসেবক দলের নেতা ও কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের পক্ষে কাজ করার জন্যও আহ্বান জানান।
ধনবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান প্লাবনের সঞ্চালনায় ও আহ্বায়ক আনোয়ার হোসেন লেবুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম খান ঝলক, সদস্য সচিব সালেহ্ মোহাম্মদ শাফী ইথেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, আতিকুর রহমান সজীব, সুমন খান, রাশেদুল ইসলাম রিমন।
সভায় ধনবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আশরাফুল ইসলাম, সোহেল রানা, হাবিবুর রহমান হবি, আবু বকর সিদ্দিক, আ. কদ্দুস, আজমীর হোসেন, মজনু মিয়া উপস্থিত ছিলেন।
কেকে/ এমএ