বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, ‘মধ্যম পন্থাই সর্বোত্তম পন্থা। বিএনপি সেই পন্থার রাজনীতি করে।’
শুক্রবার (৫ আগস্ট) বিকালে সিলেটে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
সভায় মঈন খান আরও বলেন, ‘সাইফুর রহমান সর্বশেষ বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে খুব ভালো জানতেন। এ জন্য তিনি ভ্যাট চালু করে দেশকে সমৃদ্ধ করে গেছেন। আজকের বাস্তবতা হচ্ছে, ভ্যাট ছাড়া বিশ্বের কোনো দেশের কোনো সরকারই টিকে থাকতে পারে না। কিন্তু বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার রক্ষণশীল অর্থনীতি থেকে বেরিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছে।’
সভায় সুধীজন এম. সাইফুর রহমানের কর্মময় জীবনের স্মৃতিচারণ ও তার রূহের মাগফিরাত কামনা করেন।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এর আগে আরিফুল হক চৌধুরীর উদ্যোগে নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামেমসজিদে বাদ জুম’আ মরহুম সাইফুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারান বর্ষীয়ান এই রাজনীতিবিদ। শুক্রবার ১৬তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে জেলা, মহানগর বিএনপি ও এম সাইফুর রহমান স্মৃতি সংসদের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়।
কেকে/ এমএ