চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, ‘বাংলাদেশের মানুষ পিআর সিস্টেম বুঝে না, তারা বোঝে ধানের শীষের প্রতি ভালোবাসা। মানুষ চায়, যার যার আসনে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবে। অথচ পিআর সিস্টেমের নামে ভোট হবে চাঁদপুরে, এমপি হবেন দিনাজপুরে, এটি জনগণ মেনে নেবে না।’
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুরের মতলব দক্ষিণের মতলবগঞ্জ জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভায় তিনি তিনি এসব কথা বলেন।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির এ কর্মসূচির আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে তানভীর হুদা আরও বলেন, ‘আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে দেশের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে। এ কারণে তারা এখন জনগণের আস্থা হারিয়েছে, হয়ে গেছে নিষিদ্ধ দল। আজ জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখার একমাত্র দল বিএনপি।’
‘দেশে শান্তি ও সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। ডিসেম্বরের মধ্যে তফসিল, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কোনো ষড়যন্ত্রই সফল হবে না, আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধার সভাপতিত্বে ও মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এমএ মতিন, কবিব হোসেন খান, বিএনপির নেতা মতিন মেম্বার, মতলব দক্ষিণ বিএনপির প্রচার সম্পাদক জসিম উদ্দিন, মতলব পৌর যুবদল নেতা আল আমিন প্রধান, মতলব পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম শিপলু, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম বাবু, শরিফ ফরাজি, সারোয়ার ফরাজি, মতলব ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিব সরকার।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা নিয়ে র্যালি প্রদর্শন করেন। পরে আলোচনা সভায় বক্তারা বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের নানা দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, ‘বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি আজও লড়াই করে যাচ্ছে।’
কেকে/ এমএ