বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      
প্রযুক্তি
দেশে এলো যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ ‘পারলো’
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮:০৩ পিএম আপডেট: ২৪.১১.২০২৪ ৮:০৭ পিএম
ইংরেজি ভাষা শেখার অ্যাপ ‘পারলো’র উদ্বোধন অনুষ্ঠান | ছবি: প্রতিনিধি

ইংরেজি ভাষা শেখার অ্যাপ ‘পারলো’র উদ্বোধন অনুষ্ঠান | ছবি: প্রতিনিধি

ইংরেজি ভাষা শেখা আরও সহজ ও উপভোগ্য করে তুলতে দেশে চালু হলো ‘পারলো’ অ্যান ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাপ।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানো জানানো হয়, পেশাগত ক্ষেত্রে ব্যক্তিগত উন্নতি চাইলে ইংরেজি শেখার কোনো বিকল্প নেই। আন্তর্জাতিকভাবে প্রচলিত ভাষাটি শেখার ক্ষেত্রে বাধা-বিপত্তি দূর করবে পারলো। দক্ষ জনবল তৈরিতে শিক্ষাগত যে দূরত্ব, তা পূরণ করে বিশ্ববাজারের জন্য দক্ষ পেশাজীবীও তৈরিতে সহায়তা করবে অ্যাপটি। অ্যাপটির কনটেন্ট লেখা ও ভিডিও তৈরির সঙ্গে যুক্ত ছিলেন যুক্তরাজ্যের ইংরেজি শিক্ষকরা। তাদের এই প্রচেষ্টা ইংরেজি ভাষা শেখার বিষয়টিকে উপভোগ্য ও কার্যকর করে তুলবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবহারকারিরা শুধু ইংরেজি শিখবেন না, পার্লোর সঙ্গে ব্রিটিশ ইংরেজিতে দক্ষতা ও অর্জন করতে পারবেন। এছাড়াও, উন্নত ভয়েস রিকগনিশন প্রযুক্তির সাথে, ব্যবহারকারি উচ্চারণ নিখুঁত করতে পারবেন এবং দ্রুত সাবলীলতা অর্জন করবেন। অ্যাপটি গুগল প্লে¬ স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন- এডটেক এক্সপার্ট ও পারলোর প্রধান নির্বাহী কর্মকর্তা  অধ্যাপক ক্রেগ মাহোনি। তিনি বলেন, ‘প্রত্যেকের মধ্যেই সম্ভাবনা আছে। এই সম্ভাবনাকে বের করে আনতে সবার জন্য কথোপকথনের উপযোগী ইংরেজি সহজলভ্য করতে চায় পারলো। বর্তমানে ইংরেজি শুধু একটি ভাষা নয়, বরং সুযোগ লাভের প্রবেশদ্বার। বাংলাদেশে অ্যাপটি চালু করার মাধ্যমে আমরা তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ করে দিচ্ছি। সঠিক ভাবে ইংরেজি শেখার ফলে তাদের জীবন বদলে যাবে। ক্যারিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো দরজাও খুলে যাবে।

এডটেক এক্সপার্ট এবং পারলোর প্রডাক্ট ও কনটেন্ট বিভাগের প্রধান ক্যারোলিন এভারার্ড বলেন, ‘যুক্তরাজ্যের ইংরেজি শিক্ষকদের তৈরি কনটেন্টগুলো যেকোনো শ্রেণির শিক্ষার্থীরা বুঝতে পারবে। সাফল্য লাভের পথে ভাষা কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। বিপুল সম্ভাবনাময় একটি দেশে এমন দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দেওয়ার লক্ষে কাজ করতে পেরে আমরা আনন্দিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পারলোর বাংলাদেশ পার্টনার মো. সেলিম এফসিএমএ; হাসনাইন তৌফিক আহমেদ এফসিএমএ, এসিসিএ গ্রুপ বিজনেস প্রধান নির্বাহী কর্মকর্তা, রহিমআফরোজ (বাংলাদেশ) লিমিটেড; মো. কাউসার আলম এফসিএস, এফসিসিএ, এফসিএমএ, এসিএ, গ্রুপ প্রধান ফাইন্যান্স কর্মকর্তা, সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড; ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএ বিভাগের অধ্যাপক ড. নিখিল চন্দ্র শীল এফসিএমএ; শান্তা অ্যাসেটের ভাইস চেয়ারম্যান আরিফ খান সিএমএ, এফসিএমএ; লিভারঅ্যানগিয়ার লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এফসিএমএ ও বাটা বাংলাদেশের ফাইন্যান্স পরিচালক ইলিয়াস আহমেদ এফসিএমএ, সাইফুর রহমান এফসিএমএ সিজিএমএ, প্রধান ফাইন্যান্স কর্মকর্তা, টোটাল বাংলাদেশ সহ আরও অনেকে।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি
বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জীবন্ত প্রতীক
বিএনপি ক্ষমতায় গেলে বেনাপোলে প্রথম হাসপাতাল নির্মাণ করবে : তৃপ্তি
গঙ্গাচড়ায় ধান মাড়াই মেশিনের আগুনে ক্ষয়ক্ষতি
সুন্দরগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close