বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, মুসলিম বিশ্বে হযরত উমরের (রা.) পর যদি কোনও সৎ, যোগ্য ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক এসে থাকেন, তবে তিনি হলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
বৃহস্পতিবার (১৪আগস্ট) দুপুরে কুমিল্লার লাকসাম পৌর মিলনায়তনে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত সংস্কার একটি গতানুগতিক বিষয়। সংস্কারের নামে কেউ জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করতে চাইলে দেশের জনগণ তা মেনে নিবে না। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার বর্ণিল রাজনৈতিক জীবনে কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও কোনো অন্যায়ের সাথে আপোষ করা হবে না।
সেনাবাহিনী প্রসংশা করে বুলু বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সকল সময় স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসাবে কাজ করে যাচ্ছেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলাফল তার একটি উদাহরণ। যারা বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছেন, তারা হলেন বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি।
কেকে/এজে