বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      
দেশজুড়ে
বিএনপি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিম্মি নয়: তানভীর হুদা
সুমন আহমেদ, মতলব (চাঁদপুর)
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১০:১৩ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী পুত্র অধ্যাপক তানভীর হুদা বলেছেন, বিএনপি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিম্মি নয়। বিএনপি একটি গণতান্ত্রিক দল, ভদ্র মানুষের দল, শান্তিপ্রিয় মানুষের দল।

বুধবার (৩০ জুলাই) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের ১ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত আগামী ৫ আগস্ট, ২০২৫ এর বিজয় মিছিল বাস্তবায়নে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক তানভীর হুদা বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে এক বছর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। এই বর্ষপূর্তিকে স্বাগত জানিয়ে আগামী পাঁচ আগস্ট মতলব উত্তরে একটি বিজয় মিছিল হবে।

তিনি আরো বলেন, নিজেকে আগে পরিবর্তন করতে হবে, তাহলে দেশ সংস্কারের প্রয়োজন হবে না। আমাদের নেতা তারেক রহমানকে অনুসরণ করুন, অনুকরণ করুন। তিনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত নেতৃত্ব দিচ্ছেন। তার নিজস্ব ইন্টেলিজেন্ট গোয়েন্দা সংস্থা (টিআরআই) রয়েছে, যার মাধ্যমে তিনি মাঠপর্যায়ের সমস্ত খবরাখবর রাখেন।


তানভীর হুদা বলেন, বিএনপির নেতাকর্মীদের সমস্ত অন্যায় থেকে দূরে থাকতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিএনপিতে আশ্রয়-প্রশ্রয় নেই। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন, তা সবাইকে বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, আমি তানভীর হুদা মতলবের রাজনীতি করি সাধারণ মানুষের উপর ভরসা করে। এই জনভিত্তিই আমার সবচেয়ে বড় শক্তি, সাধারণ মানুষের ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে।

উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলামের সভাপতিত্বে, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার ও সাদুল্ল্যাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী মামুন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি।

আরো বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা কাদির খান, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি আবুল বাসার ছগির, উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি আবুল বাসার জগলু, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন প্রধান, ছেংগারচর পৌর মহিলা দলের সভাপতি আনোয়ার বেগম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝর্ণা বেগম।

বক্তারা ৫ আগস্টের ঐতিহাসিক ছেংগারচর বাজারে বিজয় মিছিল সফল করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  বিএনপি   গোষ্ঠী   জিম্মি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হৃদয়ের লড়াইয়ের পরও বাংলাদেশের বড় পরাজয়
নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি
বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জীবন্ত প্রতীক
বিএনপি ক্ষমতায় গেলে বেনাপোলে প্রথম হাসপাতাল নির্মাণ করবে : তৃপ্তি
গঙ্গাচড়ায় ধান মাড়াই মেশিনের আগুনে ক্ষয়ক্ষতি

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close