গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনে মাওনা হল গাজীপুরের প্রধান রণক্ষেত্র তাই আগে মাওনা এসেছি আপনাদের সাথে দেখা করতে তারপর গাজীপুর যাব।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪ টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের ৬৪ টি জেলায় আমরা যাচ্ছি এবং যাবো। আমরা গোপালগঞ্জেও হার মানি নাই, গাজীপুরেও হার মানবো না। আমরা কারো ভয়ে ভীত নই। আমরা ঘোষণা করেছি, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদীদের বিতাড়িত করব। এ মাটি মুজিববাদীদের হতে দেব না। মুজিববাদীদের আমরা বিচারের আওতায় আনবো।
পথসভায় উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দ্যেশে নাহিদ বলেন, আপনারা জনগণের পাশে দাঁড়ান, তাদের সমস্যা সমাধানে ভূমিকা রাখুন। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন— যেভাবে জুলাই আন্দোলনে আমরা একসঙ্গে দাঁড়িয়েছিলাম।
সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে গাজীপুরের মাওনায় ১৯ জন বীর শহিদ হয়েছেন। গাজীপুরের প্রশাসন জুলাই আন্দোলনের শহিদ ও আহতদের খোঁজ রাখে না, তাদের কথা শোনে না। প্রশাসনের অনেকে চাঁদাবাজ টোকাইদের নিয়ে ব্যস্ত। শহিদদের রক্তের সঙ্গে ওয়াকআউট করা চলবে না। আজকে আমরা জুলাই শহিদদের জন্য দোয়ার আয়োজন করেছি। আমরা অবশ্যই তাদের পরিবারের পাশে থাকব।
পথসভায় অন্যান্যের মধ্যে এনসিপির জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকালে ব্যস্ততম মাওনা চৌরাস্তায় মাওনা বাজার রোডের মুখ থেকে শুরু হয়ে পদযাত্রা এসে শেষ হয় উড়াল সেতুর নিচে। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস