কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার রামপুর এলাকার একটি ভবনের তৃতীয় তলা থেকে মরদেহ দুটি উদ্ধার হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
বাড়ির মালিক আবুল খায়ের বলেন, গত ১২ জুলাই রাজমিস্ত্রি মীর হোসেন তার বাড়িতে এসে একটি বাসা ভাড়া নেয়। আজ ভোরে হঠাৎ সে বাসা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। পরে ঘরে গিয়ে দেখা যায় তার স্ত্রী ও মেয়ের মরদেহ পড়ে আছে
পারিবারিক সূত্রে জানা যায়, তারা ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি মীর হোসেনের স্ত্রী জাহেদা আক্তার (৩৫) ও মেয়ে মিশু (১৫)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিভিন্ন উৎস থেকে ঋণ নেওয়ার পর তা পরিশোধে অক্ষম হয়ে মীর হোসেন পরিবারসহ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। বুড়িচংয়ের রামপুর গ্রামে আবুল খায়েরের বাড়িতে ভাড়ায় থাকত চলমান আর্থিক সংকট ও দাম্পত্য কলহের জেরে সোমবার রাতে স্ত্রী ও কন্যাকে বিষপান করান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কেকে/এএস