জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সূরা লোকমানে একটি আয়াত আছে, তোমরা অহংকার করো না। ‘প্রিয় কুমিল্লাবাসী’ উল্লেখ করে হাসনাত বলেন, হাসিনা দ্বম্ভ করে ‘কু’ বলেছিলে। কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে। রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হলো কুমিল্লা।
বুধবার (২৩ জুলাই) কুমিল্লার এক পথসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, আপনি বিএনপি করেন জামায়াত করেন অসুবিধা নাই। বিএনপি জামায়াত করেন সমস্যা নাই। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় হাসনাত বলেন, কুমিল্লায় এনসিপির ক্যান্টনমেন্ট তৈরি করতে হবে। সাহস দেখাতে কুমিল্লার ছেলেরা পিছ পা হবে না। শেখ হাসিনার নির্ঘুম হলো এই কুমিল্লা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ প্রমুখ।
কেকে/এজে