রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসসংলগ্ন এলাকায় দালালবিরোধী অভিযান পরিচালনা করে দালাল চক্রের ১৩ সদস্যকে আটক করে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় এ অভিযান চালায় র্যাব-২ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ২-এর সিনিয়র সহকারী পুলিশ কমিশনার খান আসিফ তপু।
র্যাব জানায় ২৩ জুলাই আনুমানিক সকাল ১০টা থেকে দুপুর ১২.১৫টা পর্যন্ত রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশ এলাকায় দালালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দালাল চক্রের ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।
সম্প্রতি সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দেওয়া প্রার্থীদের পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি ৫ থেকে ৬ হাজার টাকায় ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য প্রলুব্ধ করে। পাসপোর্ট প্রার্থীগণ তাদের প্রতারণায় রাজি না হওয়া পর্যন্ত নানাভাবে বিরক্ত করতেই থাকে।
অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এসব ব্যাপারে কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হওয়ার পরও চক্রটি গণউপদ্রব চালাতে থাকে। উক্ত বিজ্ঞপ্তিটি নোটিশ বোর্ড ছাড়াও মাইকিং করে দালালদের উপদ্রব সৃষ্টিকারীদের সতর্ক করা হয়।
উপরোক্ত এসব সতর্কীকরণ পদক্ষেপ গ্রহণের পরেও দালাল চক্রের উপদ্রবে সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হওয়ায় র্যাব-২ নিয়মিত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ২৩ জুলাই র্যাব-২ এর একটি আভিযানিক দল র্যাবের ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের পরিচালনায় রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসসংলগ্ন এলাকায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাসপোর্ট দালাল চক্রের ১৩ জন সদস্যকে গ্রেফতার করে।
আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। ভবিষ্যতেও র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাব-২ এর কর্মকর্তারা।
কেকে/এএস