বিএনপির ঘোষিত ৩১ দফা বাংলাদেশের একটি জাতীয় রূপরেখা। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন, মানবাধিকার ও গণতান্ত্রিক কাঠামো নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি।
রোববার (২০ জুলাই) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নে দুই দিনব্যাপী ৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণের সমাপনী দিনে তিনি এ কথা বলেন।
তারেক মুন্সি আরো বলেন, শহিদ জিয়ার দল বিএনপিকে ঘায়েল করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। নতুন করে কোনো ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। কারণ বিএনপি হচ্ছে এদেশের মানুষের ভালোবাসার দল। বিগত ১৭ বছর বিএনপি ও তার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনেক জেল জুলুম নির্যাতন সহ্য করেছে।
এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক মঞ্জরুল হক সরকার, দেবিদ্বার পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মাহফুজ, সদস্য সচিব আলিম পাঠান, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভিপি শাহিন, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যগ্ম আহ্বায়ক এইএম ইমরান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম, দেবিদ্বার পৌর যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার শাহ জামান মুন্সী প্রমুখ।
কেকে/এজে