চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুক লাইভে রক্তমাখা ছুরি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়া মো. আলমগীর হোসেন (৪৮) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৮ জুন) সকালে উপজেলার জাফতনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশ। আটককৃত মো. আলগমীর হোসেন উপজেলার জাফতনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মহসিনের বাড়ির মৃত চুন্নু মিয়ার পুত্র।
গত শুক্রবার গভীর রাতে আওয়ামী লীগের কর্মী মো. আলমগীর হোসেন ফেসবুক লাইভে এসে তার ব্যবহৃত রক্তমাখা একটি ছুরি দেখিয়ে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেন। এছাড়াও অশ্লীল ভাষায় গালাগাল করতে দেখা যায় তাকে। সেই ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা বিভিন্ন ধরনের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তাকে দ্রুত গ্রেফাতারের দাবিও জানান অনেকে। পরে শনিবার সকাল আটটায় অভিযান চালিয়ে তাকে ওই এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ খোলা কাগজকে বলেন, রক্তমাখা একটি ছুরি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার হুমকি দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ আলমগীর হোসেনকে গ্রেফতার করে। পরে তাকে একটি বিস্ফোরক মামলায় আদালতে পাঠানো হয়েছে।
কেকে/এজে