স্বৈরশাসকের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে নতুন এক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২০ জুন) বিকালে শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ছাত্র-জনতার অভ্যুত্থানে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। কিন্তু তাদের এই আন্দোলন আমাদের সামনে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের একটা বাস্তব সুযোগ তৈরি করে দিয়েছে। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার যে পরিবেশ তৈরি হয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ।
গত ১৫ বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলেও অভিযোগ করেন ফখরুল। বলেন, অভ্যুত্থানের ফলে যে নতুন সুযোগ তৈরি হয়েছে, তাতে দল-মত নির্বিশেষে সবাইকে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে। দেশের খেলাধুলা এবং খেলোয়াড়দের বিকাশেও আমাদের ভূমিকা রাখতে হবে।
ক্রিড়াঙ্গণের রাজনীতি থেকে দূরে থাকার পক্ষে মত জানিয়ে তিনি বলেন, আমি নিজেও ক্রিকেট খেলেছি। একসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্যও ছিলাম। তবে আমি খেলাধুলায় রাজনীতি আনার পক্ষে ছিলাম না, এখনো না। খেলার পরিবেশ রাজনীতিমুক্ত হওয়া উচিত।
মির্জা ফখরুল বলেন, এই স্টেডিয়ামে একসময় জাতীয় দলের খেলাও হয়েছে। এমন আয়োজন আরো বাড়ানো দরকার। এতে খেলার মান যেমন বাড়বে, তেমনি উদীয়মান খেলোয়াড়দের এগিয়ে আসার সুযোগও তৈরি হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আহ্বায়ক নুর-ই শাহাদাত স্বজন, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা সরদার শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, আয়োজক কমিটির সদস্য ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধি।
কেকে/এএম