জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এখন থেকে প্রতি বছর ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে যেমন সারা দেশের মানুষ এক হয়েছিল, সেই অনুভূতিকে ফিরিয়ে আনার লক্ষ্যে জুলাইয়ের ১ তারিখ থেকেই বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে।
তিনি বলেন, জুলাইয়ের ১৪ তারিখ থেকে ৫ আগস্ট পর্যন্ত মূল ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হিসেবে ৫ আগস্টকে এ বছর থেকে সরকারি ছুটি ঘোষণা করা হবে।
এ সময় সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠকে আজকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয়।
এ ছাড়া, সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হবে। এ বিষয়ে সি আর আবরারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হবে। এ কমিটি রাজনৈতিক দলের আদর্শগত উদ্দেশ্য পূরণে অতীতে কোনো টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়ে থাকলে তা তদন্ত করার পাশাপাশি, ভবিষ্যতে নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও একটি নীতিমালা প্রণয়ন করবে।
তিনি আরো জানান, ৫ আগস্টের আগে ‘জুলাই প্রোক্লেমেশন’ ঘোষণা নিশ্চিত করতে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির নেতৃত্ব দেবেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। কমিটিতে আরো কয়েকজন উপদেষ্টাকে অন্তর্ভুক্ত করা হবে, যারা অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে প্রোক্লেমেশন তৈরির কাজ সম্পন্ন করবেন।
কেকে/এএম