জগন্নাথ বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের বিতর্ক সংগঠন ডিবেট হাউজ অব পাব্লিক অ্যাডমিনিস্ট্রেশনের ২০২৪–২৫ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. আসমা বিনতে ইকবাল এবং ক্লাব মডারেটর মাহবুবুল আলম এই কমিটি অনুমোদন করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর ২৩–২৪ বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল মুঈন খান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতক ২০২০–২১ বর্ষের শিক্ষার্থী শাইরা ইসলাম লিপু।
এ ছাড়াও ১১ জনের কমিটিতে সহসভাপতি হিসেবে ২০২০–২১ শিক্ষাবর্ষের আহসানুল কবির ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ২০২১–২২ শিক্ষাবর্ষের মো. নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হিসেবে ২০২২–২৩ শিক্ষাবর্ষের মাইনুল ইসলাম অমি, অর্থ সম্পাদক হিসেবে ২০২১–২২ শিক্ষাবর্ষের উম্মে সালমা মীম, প্রচার সম্পাদক হিসেবে ২০২১–২২ শিক্ষাবর্ষের জারিফ হাসান, দফতর সম্পাদক হিসেবে ২০২২–২৩ শিক্ষাবর্ষের মোর্শেদুর রহমান সাইমুন, কর্মশালা বিষয়ক সম্পাদক হিসেবে ২০২২–২৩ শিক্ষাবর্ষের নাজাহ আহমেদ, কার্যনির্বাহী সদস্য পদে ২০২২–২৩ শিক্ষাবর্ষের ইসরাত জাহান ও সাব্বির আহমেদ নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক শাইরা ইসলাম লিপু বলেন, ডিবেট হাউজ অব পাব্লিক অ্যাডমিনিস্ট্রেশন প্রতি বছর আন্ত:বিভাগ ও আন্ত:ক্লাব বিতর্কে ধারাবাহিক সাফল্য অর্জন করে যাচ্ছে। ইতোমধ্যে আমাদের বিতার্কিকরা জাতীয় পর্যায়ে বিতর্কে চ্যাম্পিয়ন হয়ে এসেছেন। এমন একটি ক্লাবের দায়িত্বে আসতে পেরে নিজেকে সৌভাগ্যমান মনে করছি।
নবনির্বাচিত সভাপতি মুঈন বলেন, ডিবেট হাউজ অফ পাব্লিক অ্যাডমিনিস্ট্রেশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষামূলক সংগঠনগুলোর মধ্যে অন্যতম। আমাদের অসংখ্য বিতার্কিক জাতীয় পর্যায়ে মেধায় পরিচয় দিয়েছেন। আশা করছি, বুদ্ধিবৃত্তিক সমাজ বিনিমার্ণে ডিবেট হাউজ অব পাব্লিক অ্যাডমিনিস্ট্রেশনের বিতার্কিকরা নিয়মিত কাজ করে যাবেন।
কেকে/এএম