নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেতা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে জেলার ডোমার ও ডিমলা উপজেলায় এবং জেলা শহরে পৃথক পৃথক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ মে) সকাল ১১টায় ডিমলা উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় স্মৃতি চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তৃতা দেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা এবং সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান।
এরপর দুপুর ১২টায় ডোমার উপজেলা বিএনপির আয়োজনে আরেকটি বিক্ষোভ মিছিল শহরের বাটার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু এবং সাধারণ সম্পাদক মোজাফফর আলী।
বিকালে জেলা যুবদলের উদ্যোগে নীলফামারী জেলা শহরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি মীর সেলিম ফারুক মোস্তফা হক প্রধান এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী।
সমাবেশে বক্তারা বলেন, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে রংপুর বিভাগ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগনে এবং নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি।
কেকে/এএম