মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে। তিনি আরো জানান, অন্তর্বর্তী সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কার্যকর উদ্যোগ নিয়েছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইতিবাচক প্রভাব ফেলছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে র্যালির উদ্বোধনকালে বেলুন ও পায়রা উড়িয়ে এই বার্তা দেন উপদেষ্টা। তিনি বলেন, আইএলওতে (আন্তর্জাতিক শ্রম সংস্থা) বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেখেছি, গত দুই-তিন দশকে শ্রমিকদের নিরাপত্তা ও মজুরি ব্যবস্থায় অনেক ঘাটতি ছিল। এক সময় এমন আশঙ্কাও ছিল যে, বাংলাদেশকে শ্রমবাজার থেকে নিষিদ্ধ করে দেওয়া হতে পারে।
তবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে নতুন প্রক্রিয়া শুরু করেছে, যা ভবিষ্যতে বড় পরিবর্তন নিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কেকে/এএম