বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৩০ এপ্রিল) পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সঙ্গে এনসিপির আলোচনা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে এবং বিচার চলাকালীন তাদের নিবন্ধন স্থগিত করতে হবে।
তিনি আরো বলেন, দেশজুড়ে আবারো চাঁদাবাজিসহ পুরোনো সংস্কৃতি ফিরে আসছে। এসবের বিরুদ্ধে দুই দলই কঠোর অবস্থানে থাকবে। আবার পুরোনো সংস্কৃতি ফিরলে সেটা প্রতিহত করা হবে। সংস্কার ছাড়া নির্বাচনের কোনো সুযোগ নেই।
নাহিদ ইসলাম বলেন, মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিল। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরিষ্কার কোনো ধারণা নেই। মানবিক করিডোর নিয়ে জাতীয় সংলাপ প্রয়োজন বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম আরো বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি ও নতুন বন্দোবস্তের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তা দেশের জনগণ মেনে নেবে না।
অন্যদিকে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই। তাই সর্বপ্রথম সংস্কার ও বিচার নিশ্চিত করতে হবে। এগুলো নিশ্চিত হওয়া ছাড়া নির্বাচনের সুযোগ নেই।
কেকে/এএম