প্রশংসায় ভাসছে নাঈম তালুকদারের গান “চেতনায় জিয়াউর রহমান”। প্রকাশের পর থেকে গানটি নেটিজেনদের মন কেড়ে নিয়েছে।
ফ্যাসিবাদের দুঃশাসনে গোটা জাতি যখন অতিষ্ঠ, বাকশালী ধারায় স্বৈরাচার যখন গুম, খুন, ধর্ষণ ও লুটপাটে ব্যস্ত তখন জাতির আশা আকাঙ্খার প্রতীক হয়ে উঠেছিলো স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
দলের দুঃসময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েই “চেতনায় জিয়াউর রহমান” শিরোনামের এই গানটি গেয়ে স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনার রোষানলে পড়েন নাঈম তালুকদার।
তিনি জানান, জিয়াউর রহমানকে নিয়ে গাওয়া গানটির ব্যাপক জনপ্রিয়তার পর ছাত্রদলকে উজ্জীবিত করতে এবার তিনি ছাত্রদলকে নিয়ে গান গাইলেন।
ছাত্রদলকে নিয়ে গান গাওয়ার বিষয়ে নাঈম তালুকদার বলেন, এক সময় ক্যাম্পাসে স্লোগান দিতাম ছাত্রদলকে নিয়ে, ছাত্রদলটা মন প্রান দিয়ে করেছি। তাই ছাত্রদলের প্রতি একটা টান কাজ করে। যার কারণে ছাত্রদলকে নিয়ে গাওয়ার চেষ্টা করেছি।
উল্লেখ্য, গানটি জেড এইচ বাবুর কম্পোজিশনে খুব শীগ্রই এক্সট্রিম মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে।
কেকে/এজে