ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আওয়ামী লীগের দোসর ও প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।
বুধবার (২ এপ্রিল) বিকালে বাঞ্ছারামপুর উপজেলা জাতীয়তাবাদী দল আয়োজিত প্রেস ক্লাবের সদস্যদের সম্মানে ঈদ পুনর্মিলনী শেষে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছে দলটির উপজেলার শীর্ষ নেতারা।
সম্মেলনে বক্তব্য রাখেন—বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক একেএম মুছা (ভিপি মুছা), পৌর যুবদলের সভাপতি এমদাদুল হক সাইদ, সাধারণ সম্পাদক ছালে মুছা, বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এইচ জেড শুকরী সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন আকাশ, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ অনিয়ম দুর্নীতি করে দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু তাদের দোসরা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। বাঞ্ছারামপুরের বিভিন্ন দফতরের কর্মকর্তা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য পায়তারা করছে। আমরা বিএনপি নীরব, এর মানে দুর্বল নই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত। অদূর ভবিষ্যতে আপনারা যদি আওয়ামী লীগকে পুনঃস্থাপনের চেষ্টা করেন তাহলে এর দাত ভাঙা জবাব দেওয়া হবে। এমনকি বিএনপির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য সতর্ক করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মুছা বলেন, প্রশাসন যদি নয়ন হত্যার আসামিসহ চিহ্নিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগের আসামিদের গ্রেফতার না করে, তবে জনগণ নিজেরা আইন হাতে তুলে নেবে। মাসিক আইনশৃঙ্খলা সভায় এখনো ডেভিলরা আমন্ত্রণ পায়, অথচ,বিএনপিকে দাওয়াত দেওয়া হয় না।
এ ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ জনতা।
কেকে/এএম