বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      
রাজধানী
উদ্বোধন উপলক্ষ্যে গ্রাহকদের জন্য অত্যাকর্ষণীয় অফার
সনি’র অফিসিয়াল স্টোর এখন গুলশানে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১১:১২ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র অফিসিয়াল স্টোর এখন রাজধানীর গুলশানের হাবিব সুপার মার্কেটের দ্বিতীয় তলায়। শোরুমটি পরিচালনা করবে বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট)। 

বুধবার (১৯ মার্চ) সকালে যৌথভাবে ফিতা কেটে শোরুমটির শুভ উদ্বোধন ঘোষণা করেন স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেডের চেয়ারম্যান জনাব মোহা. মাজহারুল ইসলাম এবং সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার প্রধান জনাব রিকি লুকাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরএমডিসি সনি’র ম্যানেজার জনাব ভিনসেন্ট টে এবং এক্সিকিউটিভ জনাব ভ্যালেরি জিঙ্গুয়ান ঊ, সনি-স্মার্ট পরিচালক জনাব মো. তানভীর হোসাইন, হেড অব সেলস ও মহাব্যবস্থাপক জনাব মো. সারোয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং ও উপ-মহাব্যবস্থাপক জনাব আজাদ রহমান, এবং ইকো ব্যাটারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুনীর চৌধুরী।

অনুষ্ঠানে জানানো হয়, গুলশানে অফিসিয়াল স্টোর চালু উপলক্ষ্যে সনি’র সকল পণ্যে অত্যাকর্ষণীয় অফার পাচ্ছেন গ্রাহকেরা। এর মধ্যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রথম ২০ জন গ্রাহক ৩ লাখ ৪৬ হাজার ৯০০ টাকার ৫৫ ইঞ্চি সনি এক্সআর-৫৫এ৮০এল ওলেড টিভি নিতে পারছেন মাত্র ১ লাখ ৭০ হাজার টাকায়, ২ লাখ ৬১ হাজার ৯০০ টাকা মূল্যের কে-৬৫এস৩০ মডেলের টিভি মিলছে মাত্র ১ লাখ ৫০ হাজার টাকায় এবং ৬ লাখ ৫ হাজার ৯০০ টাকার কে৮৫এস৩০ মডেলের ৮৫ ইঞ্চি টিভি পাচ্ছেন মাত্র ৩ লাখ ৫০ হাজার টাকায়। এছাড়াও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জাপানের বিশ্বখ্যাত সনি-ব্রাভিয়া সিরিজের গুগল টিভি, জাপানের আরেক বিশ্বখ্যাত ব্র্যান্ড শার্পের রেফ্রিজারেটর, ফ্রিজ এবং স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ ও ডিপ-ফ্রিজ, এয়ার কন্ডিশনসহ সনি-স্মার্টের সব পণ্য আকর্ষণীয় মূল্যে কেনার সুবিধা তো থাকছেই। আরও থাকছে মডেল-ভেদে টিভির সাথে স্মার্ট ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার, এয়ার কুলার ও রিচার্জেবল ফ্যান জিতে নেওয়ার সুযোগ।

গুলশানে সনি’র অফিসায়াল স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার প্রধান জনাব রিকি লুকাস বলেন, “স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড বাংলাদেশে সনি’র পণ্য বাজারজাতকরণে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এখন থেকে তাদের তত্ত্বাবধানে গুলশানে চলবে সনি’র অফিসিয়াল স্টোর। এখান থেকে রাজধানীর বাসিন্দারা খুব সহজেই সনি’র সব ধরনের ইলেকট্রনিক্স পণ্যগুলো পাবেন একদম হাতের নাগালে। আমি স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেডের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”

এসময় স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেডের চেয়ারম্যান জনাব মোহা. মাজহারুল ইসলাম বলেন, “দেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে প্রবেশের পর থেকেই গ্রাহকদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে সনি-স্মার্ট। অল্প সময়ের ব্যবধানে সারা দেশে কাস্টমার-ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছি আমরা। এসব সম্ভব হচ্ছে আমাদের সুদৃঢ় ব্যবসায়িক নীতির কারণে। আসল পণ্যের সাথে সঠিক মূল্যে প্রকৃত সেবার নিশ্চয়তা দিচ্ছি আমরা। আমাদের সঙ্গে যৌথ পথচলার মাধ্যমে বাংলাদেশের বাজারে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস অন্যান্য সময়ের তুলনায় অনেক বেড়েছে। ফলে দেশের ইলেকট্রনিক্স পণ্যের ক্রেতাদের হৃদয়ে উল্লেখযোগ্য অবস্থান গড়ে নিয়েছে সনি-স্মার্ট।”

সনি ব্র্যান্ড-লাভারদের বিভিন্ন অননুমোদিত উৎস থেকে নকল কিংবা রিফারবিশড পণ্য ক্রয় না করে, সর্বদা জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, সাথে জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশনের নিশ্চয়তায় সেবা পেতে, সনি-স্মার্ট শোরুম থেকে পণ্য ক্রয়ের আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। দেশের বাজারে বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে। বর্তমানে সারা দেশে ২৮টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট। দ্রুত সময়ের শোরুম সংখ্যা অর্ধশতকের মাইলফলক পেরুবে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হৃদয়ের লড়াইয়ের পরও বাংলাদেশের বড় পরাজয়
নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি
বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জীবন্ত প্রতীক
বিএনপি ক্ষমতায় গেলে বেনাপোলে প্রথম হাসপাতাল নির্মাণ করবে : তৃপ্তি
গঙ্গাচড়ায় ধান মাড়াই মেশিনের আগুনে ক্ষয়ক্ষতি

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close