ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

২৪ ঘণ্টায় ২৯ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
🕐 ৬:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৪

২৪ ঘণ্টায় ২৯ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

রোববার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪২ নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৮ দশমিক ৪৮ শতাংশ। এ নিয়ে মোট দেশে এ পর্যন্ত মোট ২০ লাখ ৪৭ হাজার ৫৫২ জনের করোনা শনাক্ত হলো।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশে ৩৫ জন করোনা রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৭৪৪ জন।

এ ছাড়া করোনায় এখন পর্যন্ত সারাদেশে ২৯ হাজার ৪৮৩ জন মৃত্যুবরণ করেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

 

 
Electronic Paper