ঢাকা, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অভিযুক্তদের শাস্তির দাবিতে জবিতে মশাল মিছিল

আল শাহরিয়া, জবি
🕐 ১২:২৮ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৪

অভিযুক্তদের শাস্তির দাবিতে জবিতে মশাল মিছিল

শিক্ষক-সহপাঠীকে দায়ী করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ৬ দফা বাস্তবায়নে ৭ দিনের আলটিমেটাম বেঁধে দিয়েছেন।

রবিবার (১৭ মার্চ) রাত সাড়ে আটটা নাগাদ ক্যাম্পাসের শান্ত চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মশাল মিছিল বের হয়। মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে জড়ো হন আন্দোলনকারীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

তাদের ৬টি দফা হলো-অবিলম্বে তদন্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার করতে হবে; অভিযুক্তদের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তৎকালীন প্রক্টরিয়াল বডিকে তদন্ত সাপেক্ষে জবাবদিহির আওতায় আনতে হবে; পূর্বে ঘটে যাওয়া সকল নিপীড়নের বিচার দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে; অতি দ্রুততম সময়ে নিরপেক্ষ যৌন নিপীড়ন দমন সেল গঠন করতে হবে এবং প্রতিটি বিভাগে অভিযোগ বক্স স্থাপন করতে হবে; স্পেশালিস্ট মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দিতে হবে; আগামী সাত কার্যদিবসের মধ্যে উপস্থাপিত দাবি বাস্তবায়ন করতে হবে।

মশাল মিছিলে শিক্ষার্থীরা বলেন, আমাদের আল্টিমেটাম অনুযায়ী প্রশাসন অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। প্রশাসন আমাদের আরো প্রতিশ্রুতি দিয়েছি। আশা করি তাও বাস্তবতায়ন হবে। অবন্তিকাকে টেকনিক্যালি হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মুখে কালো কাপড় ও গলায় রশ্মি বেঁধে প্রতিকী প্রতিবাদ কর্মসূচি পালন করে। এসময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা ইভান তাহসিব বলেন, অবন্তিকার মৃত্যু সুইসাইড নয়, এটা হত্যাকান্ড। এখন ভিক্টিম ব্লেমিং চলছে। অবন্তিকা সাহসী ছিলো। সে অন্যায়ের প্রতিবাদ করতো।ৃ

 
Electronic Paper