ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটির পরিচিতি সভা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
🕐 ৭:১৯ অপরাহ্ণ, মে ১৮, ২০২৪

টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটির পরিচিতি সভা

সেবাই আমাদের লক্ষ্য এই স্লোগানকে সামনে রেখে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে টঙ্গীর কলেজ গেট এনএফসি চাইনিজ রেঁস্তোরা হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন হয়।

এ সময় সংগঠনটির নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন প্রধান নির্বাচন কমিশন ও অনুষ্ঠানের সভাপতি অমল চন্দ্র ঘোষ।

টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান সরকার রাসেল। প্রধান আলোচক ছিলেন, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত, টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি সুজন সারোয়ার, সাবেক সভাপতি জাহাঙ্গীর আকন্দ, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু, ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আমির হামজা, টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী লিটন উদ্দিন সরকার প্রমুখ।

অনুষ্ঠানে শেষে প্রধান নির্বাচন কমিশন টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার নবনির্বাচিত কমিটি সভাপতি আল আমিন হোসেন, সহ সভাপতি মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসান এবং সাংগঠনিক সম্পাদক হাজী বাবলুসহ ১১ বিশিষ্ট কমিটিকে পরিচিতি করিয়ে দেন। আগামী দুই বছর সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দেন।

 
Electronic Paper