ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নবীনগরে পিঠা উৎসব পালিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
🕐 ৮:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০৮, ২০২৪

নবীনগরে পিঠা উৎসব পালিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রসুল্লাবাদে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গত বুধবার পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ পিঠা। শীত এলেই ঘরে ঘরে শুরু হতো পিঠা উৎসব। তবে আধুনিক নগর সংস্কৃতির প্রভাবে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রকমারি পিঠা। তাই বাঙালির ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

পিঠা উৎসবে উপস্থিত ছিলেন- ইউএনও তানভীর ফরহাদ শামীম, কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা মাধ্যমিক অফিসার মোকাররম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার শামীম আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবুল কাশেম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা সমবায় অফিসার, উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাকরসহ উপজেলা পরিষদের সকল বিভাগের দপ্তর প্রধানরা।

 

 

 
Electronic Paper