ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লামায় জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১

বান্দরবান প্রতিনিধি
🕐 ৫:৩১ অপরাহ্ণ, মে ১৬, ২০২৪

লামায় জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে মো. ওসমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও আটজন ।

 

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে বান্দরবানের লামা উপজেলার সরই ইউপির ১ নম্বর ওয়ার্ড হাছনাপাড়া এলাকার নেইচ্চার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. ওসমান (৪০) ওই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে জমি নিয়ে ওসমানের পরিবারের সঙ্গে কবিরের পরিবারের বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিশ প্রক্রিয়াও চলমান রয়েছে। এরই মধ্যে দুপুরে উভয় পরিবারের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়। মারামারির ঘটনার পর স্থানীয়রা আহতদের পার্শ্ববর্তী পদুয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত মো.ওসমানকে মৃত ঘোষণা করেন ।

সরই ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি জানান, উভয় পক্ষের মধ্যে ২০ শতক জমি ও ১০-১২টি গাছ নিয়ে বিরোধ রয়েছে। এই নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিশ চলমান রয়েছে। তবুও দুই পরিবারের মধ্যে সংঘর্ষের পর হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর বিস্তারিত অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, মারামারির সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত এবং আহতদের তথ্য সংগ্রহ ও ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

 
Electronic Paper