ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কেএনএফের আরো ১ সদস্য কারাগারে

বান্দরবান প্রতিনিধি
🕐 ২:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৪

কেএনএফের আরো ১ সদস্য কারাগারে

বান্দরবানের রুমা উপজেলায় ব্যংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় সন্দেহভাজন আরো ১ কেএনএফ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।

 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি রুয়াল থান লিয়ান বমকে (৩৩) তোলা হলে আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সূত্রে জানা যায়, রুয়াল থান লিয়ান বম বান্দরবানের রুমা ১নং পাইন্দু ইউপির ৬ নম্বর ওয়ার্ড আরথাহপাড়া এলাকার তুয়ালিন বমের ছেলে।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিত সিংহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রুমা থানার মামলার সন্দেহভাজন আসামি রুয়াল থান লিয়ান বমকে বেলা সাড়ে ১১টায় বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত: বান্দরবানের রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় এই পর্যন্ত এক জিপ চালকসহ ৬৬ জনকে গ্রেফতারের পর আদালতে তোলা হলে তাদের জেল হাজতে পাঠানো হয়।

 

 

 
Electronic Paper