ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাটোরে আম সংগ্রহের উদ্বোধন

নাটোর প্রতিনিধি
🕐 ২:২৫ অপরাহ্ণ, মে ২৫, ২০২৪

নাটোরে আম সংগ্রহের উদ্বোধন

নাটোরে গোপালভোগ আম সংগ্রহের মধ্য দিয়ে চলতি বছরের আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (২৫ মে) সকাল ৮টার দিকে সদর উপজেলার কামারদিয়া গ্রামের একটি বাগানে এই আম সংগ্রহের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ। এসময় অতিরিক্ত উপ-পরিচালক লুৎফুন্নাহার, অতিরিক্ত কৃষি অফিসার সোনিয়া পারভীন, উপ সহকারী কৃষি কর্মকর্তা, আম চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

চলতি বছর নাটোরে ৫ হাজার ৭১৮ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। তীব্র দাবদাহের কারণে ফলন কিছুটা কম হলেও চাষীরা আম বিক্রি করে লাভবান হবেন বলে আশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

প্রশাসনের বেঁধে দেয়া সময় অনুযায়ী, গোপালভোগ ২৫ মে, রানী পছন্দ ও খিরসাপাত ৩০ মে থেকে আহরণের সময় নির্ধারণ করা হয়েছে।

অন্যান্য আমের মধ্যে লক্ষণভোগ ৫ জুন, ল্যাংড়া ১২ জুন, মোহনভোগ ২০ জুন, হাঁড়িভাঙা ২৫ জুন, ফজলী ৩০ জুন, আম্রপলি ২৫ জুন, মল্লিকা ৫ জুলাই, বারি আম ১০ জুন, আশ্বিনা ২০ জুলাই এবং গৌরমতি ২০ আগস্ট থেকে আহরণ ও বাজারজাতকরণ করা হবে।

 
Electronic Paper