বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      
দেশজুড়ে
মিনহাজকে কুপিয়ে হত্যার ঘটনায় বাঞ্ছারামপুরে মানববন্ধন
ফয়সল আহমেদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩৫ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

গত ২৮ জানুয়ারি সন্ধ্যা ৬টার সময় ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ গেটের সামনে প্রকৌশলী মিনহাজকে কুপিয়ে হত্যার অভিযোগে তার বড় আব্দুল্লাহ আল মামুনের মামলার প্রেক্ষিতে এজাহারভূক্ত ১নং আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে  থানা পুলিশ।

৯ জনকে আসামি করে মামলা করলেও বাকিদের পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি।

এ ঘটনায় নিহত মিনহাজের পাশাপাশি আরো বেশ জন গুরুতর আহত হয়। তারা ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।

ঢাকার যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক আসাদুজ্জামান মানিক মুঠোফোনে জানান, এই নির্মম হত্যাকান্ডের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। আশাকরি অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করতে সক্ষম হবো।

এদিকে আজ সকালে হত্যাকান্ডের স্বীকার মিনহাজুল ইসলাম মিনহাজ-এর হত্যাকান্ডের বিচার দাবি করে তার বাবা-মা এলাকাবাসী সহপাঠীরা

বিক্ষোভ শেষে আজ (১ ফেব্রুয়ারি) শনিবার সকালে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন করে।

এ সময় মিনহাজের সহপাঠীদের অনেকে কথা বলতে যেয়ে কান্নায় ভেঙে পড়ে প্রধান আসামি আরফান সরকার মাহফুজ কিং, শাওন, সাইফুল, সৌরভ কাজী, আলফাজ, শাহিন রহমান শুভ, জাকির হোসেন ইকবাল, রাসেল ও ইব্রাহিম  ফাঁসি দাবি করে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়া কাছে বিচারের দাবি করে স্বারকলিপি প্রদান করেন।

তার সহপাঠী মো. হাসিব বলেন, স্কুলের অনেক মেধাবী খুব ভদ্র ও মেধাবী ছাত্র ছিল। তাকে এমন নির্মম হত্যাকান্ডের স্বীকার হতে হবে ভাবতে পারছি না।

নিহত মিনহাজুল আমার পাশের বেঞ্চের প্রিয় বন্ধুটিকে হারিয়ে আমার মতো অনেকেই আজ বাকরুদ্ধ।
 
নিহত মিনহাজের বাবা মো. রফিকুল ইসলাম বলেন, আমার ছেলে অনেক মেধাবী ছিল। তার কারণে অনেক চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার ছেলেকে হত্যা করেছে, আমি তার বিচার চাই। আমার ছেলে নতুন বিয়ে করেছে, আমার ছেলের বউ বিধবা হয়েছে। আমার ছেলের বউ অন্তঃসত্তা।

যখন আমার নাতী দুনিয়াতে আসবে। তখন আমরা আমার নাতির কাছে কী জবাব দেবো? আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ধনিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বাঞ্ছারামপুরের মেধাবী ছাত্র প্রকৌশলী মিনহাজকে ছাত্রলীগের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। নিহত মিনহাজুল ইসলাম মিনহাজ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সোনারামপুর গ্রামের রফিক মিয়ার ছেলে। চাকরির সুবাদে সে ঢাকা অবস্থান করত।

খোঁজ নিয়ে জানা গেছে, মিনহাজুল ইসলাম মিনহাজ ছাত্র আন্দোলনের সময় আন্দোলনের যুক্ত ছিল চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার ছিল। তার কারণে অনেকে চাঁদাবাজ করতে পারত না। এরই জের ধরে আরফান সরকার মাহফুজ কিং তার দলবল নিয়ে মিনহাজেরর উপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপাতে থাকে।

ঘটনার পরপরই তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে একইদিন বিকালে চিকিৎসারত অবস্থায় সিথিল মৃত্যুবরণ করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকাবহ পরিবেশসহ তীব্র উত্তেজনা বিরাজ করছে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হৃদয়ের লড়াইয়ের পরও বাংলাদেশের বড় পরাজয়
নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি
বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জীবন্ত প্রতীক
বিএনপি ক্ষমতায় গেলে বেনাপোলে প্রথম হাসপাতাল নির্মাণ করবে : তৃপ্তি
গঙ্গাচড়ায় ধান মাড়াই মেশিনের আগুনে ক্ষয়ক্ষতি

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close