বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      রাজসাক্ষী হতে চান পুলিশের উপপরিদর্শক শেখ আফজালুল      গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১      গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি      মনোনয়নপত্র জমাদানে উৎসবমুখর পরিবেশ      
দেশজুড়ে
মাদারীপুরে জাতীয় টেকসই উন্নয়ন বাস্তবায়নে ওরিয়েন্টেশন ও দুর্নীতিবিরোধী সভা
এম.আর.মুর্তজা,মাদারীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৩:৩৯ পিএম আপডেট: ১২.১২.২০২৪ ৪:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরে বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে দক্ষতা উন্নয়ন এ করণীয় এবং দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় সভা আজ(১২ ডিসেম্বর) দিন ব্যাপি সরকারী অফিস ভবনের হল রুমে অুনষ্ঠিত হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) মাদারীপুর এই ওরিয়েন্টেশন এবং মতবিনিময় সভার আয়োজন করে। উক্ত ওরিয়েন্টেশনে সনাক ও সনাকের তত্ত্বাবধানে তরুনদের দুর্নীবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সার্পোট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে কমিউিনিটিভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র ৭০ জন এবং অভিজ্ঞতা বিনিময় সভায় অংশগহণ করেন ১৪০ জন।

সনাক সভাপতি খান মো: শহীদ এর সভাপতিত্বে দুর্নীতিবিরোধী আন্দোলন ও সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় এবং অভিজ্ঞতা বিনিময় সভার শুরুতে তাঁর স্বাগত বক্তব্যে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে সকলকে একসাথে কাজ করতে আহ্বান জানিয়ে দিনব্যাপী কার্যক্রমের সাফল্য ও সহযোগিতা কামনা করে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই ঢাকা, মো: মাহান উল হক, জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে করণীয় বিষয়ক দক্ষতা উন্নয়নে তার উপস্থাপনায় জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ এর প্রেক্ষাপট, অন্তর্ভূক্ত প্রতিষ্ঠানসমূহ ও বাস্তবায়নের প্রধান টুলস, লক্ষ্যমাত্রা ও উপাদানসমূহ, টেকসই উন্নয়ন অভীষ্ট এবং টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ বাস্তবায়নে বাঁধাসমূহ ইত্যদি বিষয়ে আলোচনা করেন।

অংশগ্রহণকারীগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণের মধ্যদিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন বিষয়ে তাদের নানাবিধ প্রশ্নের উত্তর ও তথ্য সম্পর্কে অবগত হন এবং তা বাস্তবায়নে একত্র হয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

ওরিয়েন্টেশনের পরের অধিবেশনে সনাক, ইয়েস ও এসিজির সদস্যবৃন্দ দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে যুক্ত থাকার নানাবিধ অভিজ্ঞতা বিনিময় করেন ও এই আন্দোলনকে আরো ফলপ্রসূ করতে করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনা করেন। প্যাক্টা কার্যক্রমের আওতাভূক্ত প্রতিষ্ঠানসমূহের বর্তমান অবস্থা, উন্নয়ন, প্রতিবন্ধকতা এবং কর্মকৌশল বিষয়ে এসিজি’র প্রতিনিধিবৃন্দ বিস্তারিত তথ্য তুলে ধরেন। সভায় দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরো ফলপ্রসূ ও বেগবান করার উপর সদস্যরা গুরুত্বারোপ করেন।

এসময় মাদারীপুরের মোট ৮ টি এসিজি থেকে আগত সমন্বয়কারী, সহ-সমন্বয়কারী ও সদস্য প্রতিনিধিগণ, ইয়েস লিডার মো: কামরুল হাসান, বৈশাখী রায় চৌধুরী, প্রমূখ মুক্ত আলোচনায় অংশ নেয়।

মুক্ত আলোচনা শেষে সনাক সভাপতি উপস্থিত সকল সদস্যকে দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করান এবং এর মধ্যদিয়ে সকলেই দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন। আলোচনা অনুষ্ঠান শেষে সনাক, ইয়েস ও এসিজির সদস্যদের পরিবেশনায় দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান
আগামীকাল জমা হবে জকসু নীতিমালা, আগামী সপ্তাহে বিশেষ সিন্ডিকেট
ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে মিলবে মেটলাইফের বিমা সুবিধা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
ভূমি অভিযোগ গ্রহণ ও নিস্পত্তিতে নাগরিকদের মতামত জানতে হবে: সিনিয়র সচিব

সর্বাধিক পঠিত

গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১
নবীগঞ্জে সিএনজি পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ গাড়ি পুড়ে ছাই

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close