গাজীপুরের কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া মেদিআশুলাই এলাকায় একটি এক্সকাভেটরেও (মাটি কাটার যন্ত্র) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৭ নভেম্বর) ভোরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে খাড়াজোড়ায় অবস্থিত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক নিরাপত্তাকর্মী জানান, “প্রতিষ্ঠানের প্রধান ফটকের পাশের নামফলকে কয়েকজন দুর্বৃত্ত অগ্নিসংযোগ করে এবং ফটকের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে নামফলকের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।”
কালিয়াকৈর–শ্রীপুর (জোন) এএসপি মেরাজুল ইসলাম খোলা কাগজকে বলেন, “গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আরও অথেনটিক তথ্য নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
কালিয়াকৈর ফায়ার স্টেশনের ইনচার্জ ইফতেখার রায়হান বলেন, তিনি খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন।
এদিকে কালিয়াকৈর থানার ইন্সপেক্টর সাথী আক্তার বলেন, “কালিয়াকৈর উপজেলার মেদিআশুলাই এলাকায় একটি এক্সকাভেটরে (মাটি কাটার যন্ত্র) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে এক্সকাভেটরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। সেখানে আমাদের ইন্সপেক্টর খায়রুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”
কেকে/ আরআই