মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষারে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের বসার জন্য নির্মাণ করা হয়েছে অভিভাবক ছাউনি।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের সামনে নবনির্মিত এই ছাউনির উদ্বোধন করেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, পতনঊষার ইউনিয়ন পরিষদের সদস্য তোয়াবুর রহমান তবারক, মহিলা সদস্য রেফা বেগম, সমাজসেবক আফরোজ খান, তালুকদার আমিনুর রহমান, আবু বক্কর বাক্কা প্রমুখ।
পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, “মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অনেক শিক্ষার্থীর সাথে বিদ্যালয়ে অভিভাবকেরাও আসেন। তবে এতদিন তাদের জন্য অপেক্ষা বা বসার কোন জায়গা ছিলনা।”
তিনি আরও বলেন, “২০২৪-২৫ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের অর্থায়নে অভিভাবকদের বসার জন্য এই ছাউনিটি নির্মাণ করে দেওয়া হয়েছে, যাতে তারা আরামে বসে সময় কাটাতে পারেন।”
কেকে/ আরআই