গাজীপুরের কালিয়াকৈর উপজেলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৪ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এতে কেউ হতাহত হননি। তবে বাসের আংশিক পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, বক্তারপুর এলাকার সমাহার কারখানার পাশেই ইতিহাস পরিবহনের বাসগুলো পার্ক করে রাখা হয়। এখান থেকেই প্রতিদিন বাসগুলো চন্দ্রা হয়ে মিরপুর রুটে চলাচল করে। গতকাল দিনে চলাচল শেষে রাতে বাসটি সেখানে পার্ক করে রাখা হয়। আজ ভোর রাতে দুবৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আগুন দেখে আশপাশের লোকজন দৌড়ে এসে নেভান।
কালিয়াকৈর থানার ইন্সপেক্টর হাবিবুর রহমান উকিল বলেন, ‘আগুনে ইতিহাস পরিবহনের একটি বাসের আংশিক পুড়ে গেছে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় বাসের মালিক মোহাম্মদ টুটুল মিয়া বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।’
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন, ‘আমরা যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করে ফেলেন। আগুনে বাসের কিছু আসন পুড়ে গেছে।’
কেকে/এমএ