আ.লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতার পরিকল্পনা ও অপতৎপরতার অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আ.লীগ ও যুবলীগের ২ নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) রাতে নবীগঞ্জ উপজেলার গোপলারবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি আলী আকবর এবং একই ওয়ার্ড যুবলীগের সভাপতি আতাউর রহমান।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান জানায়, ‘আ.লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে আটক করে।’
তিনি আরও জানায়, ‘এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/বি