নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে মহিলা আওয়ামী লীগের সভাপতি বীনা আক্তারসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) ভোরে আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ককটেল, পেট্রোল ও অন্যান্য বিস্ফোরক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অন্যরা হলেন- আমিনুল ইসলাম, আপন, অনিক, নিলয়, নাজমুল, ইয়ামিন ইসলাম ও সালমান। বীনা আক্তার কাঁঠালিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, “আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির নামে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। পেট্রোল, ককটেল, টায়ার, গ্যাসলাইট ও লাঠি-শোঠা নিয়ে সরকারবিরোধী স্লোগান দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।”
তিনি আরও জানান, “এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।”
কেকে/ আরআই